Bd বাংলাদেশ

মনোনয়ন না দিলে দলবল সহ পদত্যাগ করবেন বিএনপি নেতা মামুন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলীয় মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনে তার পক্ষে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গলাচিপা উপজেলা ফিডার রোডে বিএনপির বিশেষ বর্ধিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, সভায় সর্বসম্মতিক্রমে হাসান মামুনের পক্ষে একাত্মতা ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন না পেলে তিনি নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এবং সে ক্ষেত্রে গণপদত্যাগের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর আগে গত ২২ ডিসেম্বর গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কার্যালয় থেকে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী করার দাবিতে দশমিনায় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নূরের সঙ্গে সমঝোতা মানতে নারাজ বলে জানিয়েছেন তারা। শনিবার এক সভায় নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সে লক্ষ্যে নির্বাচনী আসনে সফরে এসেছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button