‘বিএনপির এক্টিভিস্টরা শহীদ ওসমান হাদি ভাইকে জামাতের বি-টিম, সি-টিম, গুপ্ত শিবির বলতো’

খুব বেশিদিন আগের কথা না, বিএনপির এক্টিভিস্টরা শহীদ ওসমান হাদি ভাইকে জামাতের বি-টিম, সি-টিম, গুপ্ত শিবির বলতো। বিশেষ করে ইনকিলাব মঞ্চ থেকে ফাতিমা তাসনিম জুমা যখন শিবিরের প্যানেলে যায়, তখন তারা ইনকিলাব মঞ্চ এবং শহীদ হাদি ভাইয়ের বিপক্ষে চূড়ান্ত নোংরামি করেছে। তোপের মুখে হাদি ভাইকে ব্যাখ্যা দিতে হয়েছে। জুমা নিজ ইচ্ছায় শিবির প্যানেলে গিয়েছে, ইনকিলাব মঞ্চের বাকি অনেকেই শিবির ভিন্ন অন্যান্য প্যানেলেও গিয়েছে। এসব ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হয়নাই। তারা হাদি ভাইকে গুপ্ত শিবির বলেছে।
হাদি ভাইকে গুলি করার পর প্রথমে বিএনপির একাংশ এটাকে ট্রাম্পের ঘটনার সাথে তূলনা করে ‘নাটক’ হিসেবে চিত্রিত করে। এরপর হাদি ভাইয়ের উপর আক্রমণের ঘটনায় মানুষের প্রতিবাদ বিক্ষোভকে নিয়েও বিএনপি অনেক রাজনীতি করেছে। জুমাকে নিয়ে মিনিটে মিনিটে নোংরামি করেছে। হাদি ভাইয়ের সম্মানিতা স্ত্রীকে নিয়েও কথা বলতে বাধেনি তাদের। হাদি ভাইয়ের জন্য সংহতি সমাবেশে বিএনপি যায়নি। বিএনপি বা ছাত্রদল কোনো কর্মসূচিও দেয়নি।
আর হাদি ভাই শহীদ হওয়ার পর বিএনপির একাংশ এখন বলতে শুরু করেছে হাদি ভাই শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শের অনুসারী। তাকে নিজেদের রাজনৈতিক হীনস্বার্থে ব্যবহারের ষোলকলা পূর্ণ করা আরকি। অথচ, হাদি ভাইরা যখন শহীদ জিয়ার আদর্শের কথা বলতেন, হাদি ভাই যখন বলতেন বিএনপি শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গেছে, তখন এই এক্টিভিস্টরাই বলতো – এসব গুপ্ত শিবিরদের জিয়াকে ঔন করার প্রয়োজন নাই, এরা নাকি ‘ন্যারেটিভ’ তৈরি করে, এরা নাকি জিয়াকে ঔন করার নাটক করে। আর আজকে হাদি ভাইয়ের শাহাদাতের পর তাকে জিয়ার আদর্শের বলে প্রমাণ করার হুড়মুড় লেগে গেছে।
হাদি ভাই শহীদ জিয়ার আদর্শ ধারণ করতেন। হাদি ভাই আল্লামা সাঈদীর আদর্শও ধারণ করতেন। যাদের আপনারা রাজাকার বলে বলে মুখের ফেনা তোলেন, তাদের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে হাদি ভাই সবচেয়ে বেশি লড়েছেন। যেই শাহবাগের কোলে উঠে আপনারা বসতে চাচ্ছেন, সেই শাহবাগের বিরুদ্ধে হাদি ভাই লড়তে লড়তে জীবন দিয়েছেন। আপনারা হাদি ভাইকে চেনেন না, আপনারা হাদি ভাইয়ের লড়াই জানেন না। আমরা চিনি, আমরা উনার লড়াইয়ের সঙ্গী। আমাদেরকে শেখাতে আসবেন না, শহীদ ওসমান হাদী কে এবং কী। আপনাদের রাজনীতি আপনারা করেন। আপনাদের নোংরা রাজনীতির কলুষতা আমার ভাইয়ের শহীদী রক্তে মিশায়েন না। আপনারা ডিজে গানে নাচেন, আপনাদের নেতা আসতেছে, দেশ আনন্দে ভাসতেছে। আমাদের ভাইয়ের জন্য আমাদেরকে শোক করতে দেন।
আসিফ মাহমুদ

