Bd বাংলাদেশ
মোকসেদ জামায়াত কর্মী নয় টাউট প্রকৃতির লোক: বগুড়া শহর জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
শনিবার (৭ ডিসেম্বর) বগুড়ার হিন্দু পল্লিতে পুলিশের হাতে আটক মোকসেদ আলী জামাতের কোনো পর্যায়ের সাথেই জড়িত নয় বা জামায়াত কর্মী নয় বলে জানিয়েছে শহর জামায়াত।
শহর জামায়াতের সেক্রেটারি আ সম আব্দুল মালেক এক বিবৃতিতে জানিয়েছেন, বগুড়া সদরের বেলাইল হিন্দু পল্লি থেকে আটক মোকসেদ আলীকে জামায়াত কর্মী বলে উল্লেখ করা হয়েছে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ভোটারদের দাঁড়িপাল্লায় ভোটের ওয়াদা নেওয়া এবং বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে ৫ শ টাকা করে নিয়েছিল জামাত কর্মী মোকসেদ। কিন্তু মোকসেদ জামায়াতের কর্মী নয়। সে এলাকার একজন চিহ্নিত টাউট।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

