বিডিআর হত্যাকাণ্ডের আগে পরে বাংলাদেশে প্রবেশ করেছে ১,২২১ জন ভারতীয় নাগরিক

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার এক ফেসবুক পোস্টে লেখেন, “বিডিআর হত্যাকাণ্ডের আগে পরে ১,২২১ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।” তিনি আরও উলেখ করেন, “তাদের মধ্যে ৬৫ জনের বাংলাদেশ ছাড়ার কোনো তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই।”
উল্লেখ্য বিডিআর বিদ্রোহের নামে ১৬ বছর আগে পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদন জমা দেয়ার পরে সংবাদ সম্মেলনে কমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্র ভারত এই ঘটনার সঙ্গে জড়িত ছিলো এবং বাংলাদেশের অস্থিতিশীলতা থেকে লাভবান হয়েছে।
কমিশনের সভাপতি আ ল ম ফজলুর রহমান বলেন, “ওই ঘটনার সময় ১২২১ জনের মতো ভারতীয় বাংলাদেশে প্রবেশ করলেও ৬৫ জনের মতো লোকের কোনো হিসাব মিলছে না। তারা কোন দিক দিয়ে বের হয়ে গেছে, এটা ঠিক বলা যাচ্ছে না।” তিনি আরও বলেন, “এই ব্যাপারেও আমরা সরকারকে সুপারিশ করেছি ওই ব্যক্তিরা কোথায়, কেন আসলো; সেটা খুঁজে বের করার জন্য। এ বিষয়ে ভারতের কাছে জানতে চাওয়ার জন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছি।”

