Bd বাংলাদেশ

ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোনও কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না: বিএনপি নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির কেউ নির্বাচনে নামতে চাইলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি বলেছেন, ‘ধানের শীষের বাইরে কেউ যদি নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোনও কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনও লোক থাকবে না।’

শনিবার সন্ধ্যায় (২২ নভেম্বর) চাটমোহর বালুচর মাঠে বিএনপির নির্বাচনী জনসভা থেকে তিনি এ হুঁশিয়ারি দেন। জনসভাটি ছিল প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে আয়োজিত শক্তিপ্রদর্শন।
সুজানগরের বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি তুহিনকে ‘বহিরাগত’ বলেও যে সমালোচনা আছে, সেটিকে পাশ কাটিয়ে শক্ত অবস্থান জানান স্বপন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশে কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করবো বিএনপি সবাই একসাথে থাকবো।’

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।’

এ ব্যাপারে জানতে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী ও কৃষক দলের সভাপতি হাসান জাফিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button