শিবিরের কেন্দ্রসহ বিভিন্ন কমিটির নেতারা প্রতি বিসিএসেই যোগ দেন: সেক্রেটারি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
প্রতি বিসিএসেই ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রসহ বিভিন্ন কমিটির নেতারা যোগ দেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। কাল-পরশুর মধ্যেই কেন্দ্রীয় এক নেতা জয়েন করবেন বলেও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, কেন্দ্রের আরেক নেতা ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন, চাইলে তিনিও যোগ দিতে পারেন।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রশিবির মেডিকেল জোন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিকট-অতীত থেকে সম্প্রতি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন, এমন ২৮০ জন এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
শিবির করলে বিসিএস ক্যাডারে চাকরি পাওয়া যায় কিনা বা চাকরির ভ্যারিফিকেশনে বাদ দিয়ে দেয় কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আওয়ামী লীগের আমলে বাদ দিয়ে দিত। আমি নিজেও ভুক্তভোগী। এখন আর এই সমস্যা নাই। তবে আওয়ামী লীগের আমলে যে আমাদের ভাইয়েরা বিসিএসে জয়েন করেনি, বিষয়টা এরকমও না।’
এ সময় তিনি বলেন, ‘এখন আমাদের সেক্রেটারিয়েট বডিতে আছে দুইজন, একজন জয়েন করবেন কাল-পরশু। আরেকজন ভাইভা দিয়েছে, জয়েন করবে হয় তো।’
তিনি আরও বলেন, ‘সেক্রেটারিয়েট বডি থেকে যদি বিসিএসে প্রতি বছরই দু’জন-চারজন করে জয়েন করতে পারে, তাহলে আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না। এরকম সারা দেশেই ইসলামী ছাত্রশিবিরের ভাইয়েরা জয়েন করেছে। প্রতিবন্ধকতা হওয়ার কিছু নাই।’
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

