Bd বাংলাদেশ

রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে ২ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) দুই নেতার লাশ উদ্ধার করা হয়েছে। একটি গুলশানে, অন্যটি মোহাম্মদপুরে। নিহতদের একজন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভ এবং অন্যজন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ।

পরিবারের অভিযোগ, বিএনপির গুলশান অফিস থেকে বের হওয়ার পর পরিকল্পিতভাবে খুন করা হয় ছাত্রদল নেতা সৌরভকে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: রাজধানীতে ছাত্রদল নেতার ‘হাত-পা বাঁধা’ লাশ উদ্ধার

এ ঘটনায় বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির একে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা” বলে দাবি করেছেন। 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button