যারা গুম করেছে তাদেরকে বাংলাদেশি নাগরিক মনে হয়নি—উদ্ধার হওয়া সেই ইমাম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কোনো ব্যক্তি, দল, মার্কা, রাজনৈতিক ব্যক্তি ও ধর্মের নাম জানেন না বলে জানিয়েছেন গুম হওয়া গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজী বলেন, ‘আমাকে যারা গুম করেছে তাদেরকে আমার বাংলাদেশী নাগরিক মনে হয়নি। এ ছাড়াও তাদেরকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কিছুই মনে হয় নি আমার।’
তিনি বলেন, জ্ঞান পেরার পর আমি জানতে পারি রংপুর হাসপাতালে শুয়ে আছি। বাকি আর কিছু আমার জানা নেই। আমাকে মানসিক ও শারিরিক ভাবে অনেক লাঞ্চিত করেছে যা আমি মুখে বলতে পারছি না।
এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি বুধবার (২২ অক্টোবর) সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।
আরও পড়ুন: টঙ্গী থেকে নিখোঁজ খতিব মহিবুল্লাহ পঞ্চগড়ে শিকলবদ্ধ অবস্থায় উদ্ধার
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

