Bd বাংলাদেশ

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। গত ১২ অক্টোবর বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা করেছিল সরকার। কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার ফ্লাইটের মাধ্যমে এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর কথা ছিল।

এর আগে চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হয়। ১৩ অক্টোবর বিমানবন্দরটিকেকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা।

সম্পাদক: মাহবুব রনি

অফিস: দ্য ডেইলি ক্যাম্পাস, দ্বিতীয় তলা, হাসান হোল্ডিংস, ৫২/১ নিউ ইস্কাটন রোড, ঢাকা ১০০০।  
ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৭২০৯৯১০৫, ০১৭৮৫৭১৬২৭৮; [email protected]
ফোন ও ইমেইল (বিজ্ঞাপন): ০১৭১২১৩৬৫৯৩; [email protected]

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button