গুম-অপহরণের বিরুদ্ধে মানববন্ধন করায় গুলি করে হত্যাচেষ্টা
দুই বন্ধুকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্ধ হলো কুকুরের মুখে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ ও গুমের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়ার জেরে রানা ও অন্তর নামে দুই বন্ধুকে প্রকাশ্যে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি কুকুরের মুখে বিদ্ধ হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। রোববার সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর রাবেয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
রানার বাবা রিপন জানান, তিনি রাবেয়া স্কুলের কাছে ছেলে রানাকে সঙ্গে নিয়ে পুরাতন কাগজের ব্যবসা করেন। ওই এলাকা থেকে নজরুল ইসলাম ও মোবারক নামে দুজনকে অপহরণের পর গুম করা হয়েছে। দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তাদের গুরুত্বসহকারে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ কারণে রোববার সকালে দুই পরিবারের সঙ্গে তার ছেলে রানা ও বন্ধু অন্তর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেয়।
তিনি আরও জানান, সন্ধ্যায় রানা ও অন্তর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে ৩০-৩৫ জন দুর্বৃত্ত এলাকায় মহড়া দেয়। তখন রানা ও অন্তর তাদের সামনে পড়ে গেলে দুজনকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি কুকুরের মুখে লাগে। পরে রানা ও অন্তর ভয়ে গলিপথে দৌড়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ইসদাইর এলাকায় চারদিক ঘিরে অভিযান চালানো হয়েছে। অভিযান এখনও চলছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

