‘ভাগ্যবান’ ববি হাজ্জাজ: অস্বস্তিতে বিএনপির আন্দোলনের শরিকরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ববি হাজ্জাজ। রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংক্ষেপে এনডিএমের চেয়ারম্যান। রাজনৈতিক দল হিসেবে এনডিএমের বয়স আগামী বছরের ২৪ এপ্রিল নয় বছরে পা দেবে। ববি হাজ্জাজের নেতৃত্বে ২০১৭ সালের ২৪শে এপ্রিল দলটি আত্মপ্রকাশ করে। ইতোমধ্যে দলটি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন লাভ করেছে। যার ক্রমিক নম্বর হচ্ছে ৪৩ এবং প্রতীক সিংহ।
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে এই মুহূর্তে দেশীয় রাজনীতিতে সবচেয়ে সৌভাগ্যবান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে-দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনীতি না করেও দেশের তিনশ সংসদীয় আসনে প্রথম ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন ও আনুষ্ঠানিক ঘোষণা। শুধু এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজই নয়, দলটির মহাসচিব মো. মমিনুল আমিন রাজবাড়ি-২ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গেল ১৫ অক্টোবর রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নাম ঘোষণা করেন। এসময় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। পরিচিতি সভায় বলা হয়, বিএনপি ও তার মিত্র রাজনৈতিক জোট সরকারের দমননীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী আন্দোলন চালিয়ে যাবে। ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের প্রার্থিতা সেই ঐক্যের প্রতীক এবং পরিবর্তনের পথে একটি নতুন বার্তা।
বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছেন জানিয়ে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। সবাই ঐক্যবদ্ধ আছে। নির্বাচনে বিজয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।
ঢাকা-১৩ আসনটি জাতীয় সংসদের ৩০০ নির্বাচনী এলাকার একটি। এটি রাজধানী ঢাকায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৬নং আসন। এ আসন আগে ছিল ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত। ঢাকা-১৩ আসনটি রাজধানী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com