যারা নতুন সংবিধানের কথা বলে, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে: বুলু

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
শিরোনাম
নোয়াখালী, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপি নেতা-কর্মীরা।
তিনি বলেন, ‘যারা একাত্তর ও ৩০ লাখ শহীদের রক্ত অস্বীকার করে, চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা এবং নতুন সংবিধানের কথা বলে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে।’
আজ রোববার নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বুলু বলছেন, যারা ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করে তাদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার নেই। এমনকি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করা।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bssnews.net