Bd বাংলাদেশ

শিবিরের জামায়াতে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণে বিএনপি–ছাত্রদলের সশস্ত্র হামলা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় শিবিরের জেলা অফিস সম্পাদক সাহাব উদ্দিন, দক্ষিণ শাখার সভাপতি মনিরুল ইসলাম এবং ওয়ার্ড সভাপতি এনায়েত হোসেনসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত এনায়েত হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জামায়াত নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ইসহাক খন্দকার বলেন, শান্তিপ্রিয় ও শিক্ষামুখী অনুষ্ঠানকে লক্ষ্য করে এই হামলা ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির সত্য, ন্যায় ও নৈতিকতার পথে অবিচল থাকবে এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: azadirdak.com

Leave a Reply

Back to top button