Bd বাংলাদেশ

এবারও দেশ সেরা তা’মীরুল মিল্লাত মাদ্রাসা, জিপিএ-৫ কতজন?

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের কামিল পরীক্ষার ফলাফলে মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থানে রয়েছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।  ১২৭২ এর মধ্যে ১২৬০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬৬১ জন। এর মধ্যে ছেলে ৫৩২ এবং মেয়ে ১২৯ জন। ফেল করেছেন ১২ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

মাদ্রাসাটি থেকে এবার বিজ্ঞানে ৩৯০ এবং মানবিকে ২৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। তবে এবার মাদরাসা বোর্ডে পাসের হার কমেছে। এবারের পাশের হার ৭৫.৬১। 

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার আলিমে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। যেখানে গত বছর ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। ফলে এবার শিক্ষার্থীর পাশের হার কমেছে। এছাড়া এ বছর আলিমে মোট জিপিএ পেয়েছেন ৪ হাজার ২৬৮। যেখানে গত বছর ছিল ৯ হাজার ৬১৩ জন।

আজ আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সব শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৮৩, বিগত ২০২৪ সালে ছিল ৭৭.৭৮ শতাংশ। ২০২৪ সালে শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ১ হাজার ৩৮৮টি। 

আরও পড়ুন: সর্বোচ্চ পাসের হার মাদ্রাসা বোর্ডে, ফল দেখুন এখানে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button