বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
গণভোটে সম্মতি জানানোয় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জামায়তে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপিকে ধন্যবাদ জানান তিনি।
তবে গণভোটের সময়সূচি নিয়ে মতভিন্নতা রয়ে গেছে জানিয়ে তাহের বলেন, ‘গণভোট হবে সংস্কার কমিশনের জন্য, জাতীয় নির্বাচন আলাদা বিষয়। গণভোটের কিছু বিষয় নির্বাচনী চরিত্রে প্রভাব ফেলতে পারে।’
তিনি আরও বলেন, ‘উচ্চকক্ষ গঠন এবং ‘পিআর সিস্টেম—বাই ভোটার, নট বাই এমপিস’ বিষয়ে সবাই একমত হয়েছেন। তাই নির্বাচনের আগেই এ সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছানো জরুরি। যদি জাতীয় নির্বাচনের দিনই গণভোট হয়, তাহলে উচ্চকক্ষ তো গঠিতই হলো না। সেক্ষেত্রে কি আবার একটি নির্বাচন দিতে হবে?’
তাহের উদাহরণ টেনে বলেন, ‘এটা যেন সন্তান জন্মের আগেই জামা-কাপড় কিনে ফেলার মতো। ভোটের দিন পর্যন্ত তো আপার হাউসের (উচ্চকক্ষের) অস্তিত্ব নেই, তাহলে তার ওপর ভোট হবে কীভাবে?’
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এতে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। যেটা এখনো গঠিত হয়নি, সেটার ওপর আগে ভোট দেওয়া মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া।’
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com