Bd বাংলাদেশ

আওয়ামী লীগের ভোট টানতে জামায়াতের ধৈর্যশীল কৌশল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে টানতে ধৈর্যশীল কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঠিক দিক  নির্দেশনায় সারা দেশব্যাপী অনেকটা ধৈর্যশীল আচরণ, সভা সমাবেশে বিনয়ী বক্তব্য, উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ, জনসম্পৃক্ততাসহ প্রায় সকল ভালো দিক অনুসরণ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কৌশলী আচরণের মাধ্যমে তাদের ভোট নিজেদের বাক্সে আনার ধৈর্যশীল কৌশল অবলম্বন করছে দলটি।

বিশেষ করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পরই জামায়াতের আমির ডঃ শফিকুর রহমান সবাইকে সাধারণ ক্ষমা করার মাধ্যমে অনেক বড় ধৈর্যশীল রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। দলের আমিরের কঠোর নির্দেশনায় দেশব্যাপী জামায়াত এবং শিবিরের কর্মীরা সরাসরি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘড়ে হামলা না করা, জায়গা সম্পত্তি বেদখল না করা সহ আওয়ামী লীগ কর্মীদের সাথে কৌশলী আচরণের মাধ্যমে তখন থেকেই নিজেদের পাল্লায় তাদের ভোট টানার কৌশলী আচরণ করে যাচ্ছে।

এদিকে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন, তাদের সম্পত্তি দখল, চাঁদাবাদ ও হত্যাযোগ্য সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের যেভাবে জড়িয়ে পড়েছিল সে দিক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী অনেকটাই সহনশীল এবং কৌশলী আচরণের মাধ্যমে দেশের বেশ কিছু অঞ্চলে আওয়ামী লীগের ভোটারদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে বলে সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞগণ মনে করছেন।

জামায়াতের তৃণমূল পর্যায়ের এক নেতা বলেন, কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে। কিন্তু অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দেবে যাদের কাছে তারা নিরাপদ। পাঁচই অগাস্টের পরে তাদের এরকম অনেকেই বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তবে সেটা জামায়াতের মাধ্যমে হয়নি। ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাবো বলে আশা করি।

এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য ফয়জুর রহমান বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন- জামায়াত ইসলামী আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিন্দু মাত্র নির্যাতন করে নাই এটা বাংলাদেশ সাক্ষী। তবে বর্তমানে দেশের প্রেক্ষাপটে বিএনপি মানুষের আস্থার জায়গা নষ্ট করেছে, তারা দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে সাধারণ মানুষ থেকে দূরে সরে গেছে। পক্ষান্তরে জামায়াত মানুষের আস্থার জায়গায় রয়েছে- সে কারণে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোটাররা জামায়াতের উপর আস্থা রাখেবে এবং জামায়াতের ভোট ব্যাংকের সাথে আ.লীগের ভোটও জামায়াতের পক্ষে আসবে বলে মনে করছি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bd24live.com

Leave a Reply

Back to top button