হাসিনার জঙ্গি নাটকের বলি সেই মেজর জিয়াউল হককে মুক্তির জন্য পরিষদ প্রতিষ্ঠা

মেজর জিয়াউল হক মুক্তি পরিষদ এর প্রতিষ্ঠাকালীন ঘোষণা
আমরা, বিভিন্ন পেশাজীবী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সচেতন নাগরিকদের একটি সম্মিলিত উদ্যোগ হিসেবে ‘মেজর জিয়াউল হক মুক্তি পরিষদ’ গড়ে তুলছি।
১। কেন এই প্লাটফর্ম?
আমরা লক্ষ্য করেছি, বিগত ফ্যাসিষ্ট রিজিমের সময় আইন ও বিচারব্যবস্থাকে পূর্ণ রাজনৈতিককরণ করা হয়েছিল এবং সরকার বিরোধী ব্যক্তিদেরকে টার্গেট করা হয়েছে। অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা, এমনকি অর্থ পুরস্কারের ঘোষণা পর্যন্ত দেওয়া হয়েছে সুনির্দিষ্ট প্রমাণ ও চার্জশিট ছাড়াই।
এই অবিচারের একটি স্পষ্ট উদাহরণ মেজর সৈয়দ মো. জিয়াউল হক-এর বিরুদ্ধে চলমান নিপীড়ন। তাঁর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—যদি একজন সামরিক অফিসারের সঙ্গে এমনটি হতে পারে, তাহলে আমাদের দেশের যেকোনো নাগরিক একই ঝুঁকিতে রয়েছেন।
যদিও এই প্ল্যাটফর্ম বিশেষভাবে মেজর সৈয়দ জিয়াউল হকের সাজানো মামলা থেকে মুক্তি ও স্বাভাবিক জীবনের জন্য গড়ে তোলা হয়েছে, তবে বিগত ফ্যাসিষ্ট সরকারের জুলুমের শিকার যে কোনো মানুষের জন্য ন্যায় ও ইনসাফ নিশ্চিত করার জন্যও এই প্ল্যাটফর্ম সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে ইনশাআল্লাহ।
২। আমাদের নীতিসমূহ
ক. আইনের শাসন: প্রতিটি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আদালতের মাধ্যমে প্রমাণিত হতে হবে, রাজনৈতিক ইচ্ছায় নয়।
খ. মানবিক মর্যাদা: যারা দেশকে সম্মান ও ত্যাগের সঙ্গে সেবা করেছেন, তাদেরকে অপমান বা রাজনৈতিক প্রতিশোধের শিকার করা চলবে না।
গ. সত্য ও জবাবদিহি: কোনো অভিযোগকে গুজব বা প্রোপাগান্ডা দিয়ে প্রতিষ্ঠা করা যায় না।
ঘ. অরাজনৈতিক অবস্থান: আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই; আমাদের একমাত্র লক্ষ্য ন্যায়বিচার।
ঙ. শান্তিপূর্ণ সংগ্রাম: আমাদের কার্যক্রম সর্বদা আইনসম্মত, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ থাকবে ইনশাআল্লাহ।
৩। নেতৃত্ব কাঠামো
এই প্লাটফর্মটি পরিচালিত হবে একটি পাঁচ সদস্যের লিডারশিপ কাউন্সিলের মাধ্যমে। এ লিডারশিপ কাউন্সিলে আছেন: (বয়স বা র্যাংক এর ক্রমানুসারে সাজানো নয়)
ক। জনাব সাকিব আলী, সাবেক কূটনীতিক facebook.com/saquib.ali.9047
খ। ডা. মো. আরিফ মোর্শেদ খান facebook.com/arif.murshed.khan
গ। জনাব রাশেদ প্রধান, রাজনীতিবিদ facebook.com/ProdhanRashed
ঘ। জনাব হাসিনুর রহমান, বীর প্রতীক facebook.com/hasinur.rahman.735944
ঙ। সাংবাদিক ইলিয়াস হোসাইন facebook.com/eyeeliashossain
৪। প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ: নীচে আলাদা তালিকা দেয়া আছে।
৫। আমাদের আহ্বান
ক। রাষ্ট্রের প্রতি: প্রতিটি নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করুন।
খ। বিচার বিভাগের প্রতি: রাজনৈতিক উদ্দেশ্যমূলক নিপীড়নের বিরুদ্ধে সাংবিধানিক সুরক্ষা দিন।
গ। জনগণের প্রতি: বুঝুন—ন্যায়বিচার ভেঙে গেলে বিচারব্যবস্থা কারো জন্যই নিরাপদ থাকে না।
ঘ। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি: নায়বিচার ও অধিকার সুরক্ষায় আমাদের সহায়ক হোন।
৬। আমাদের কর্মপদ্ধতি
ক। আইনি অনিয়ম ও অসঙ্গতি নথিবদ্ধ করা।
খ। সাদা কাগজ (white paper), পিটিশন ও স্মারকলিপি প্রকাশ।
গ। মানবাধিকার সংগঠন, আইনজীবী ও গবেষকদের সাথে সমন্বয়।
ঘ। শান্তিপূর্ণ উপায়ে জনমত গঠন ও গণসচেতনতা বৃদ্ধি।
৭। আমাদের আসন্ন পদক্ষেপসমূহ
ক। সংবাদ সম্মেলন।
খ। অবস্থান কর্মসূচী এবং স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়া।
গ। প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাত।
ঘ। একটি গোলটেবিল বৈঠক আয়োজন।
ঙ। ধীরে ধীরে সদস্যপদ বিস্তার।
চ। একটি গণস্বাক্ষর অভিযান ও নীতি-প্রস্তাব (policy brief) এর মাধ্যমে গণসমর্থন সংগঠিত করা।
ছ। একটি অনলাইন পিটিশন সাক্ষর প্রোগ্রাম।
আমরা শীঘ্রই এ সকল পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।
৮। সোশ্যাল মিডিয়া
ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া পেইজ চালু হয়েছে আলহামদুলিল্লাহ (facebook.com/FreeMajorZiaulHaque/)। এতে সকলকে যুক্ত থাকার জন্য আহবান জানাচ্ছি।
৯। আমাদের শপথ
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এই প্লাটফর্মের কাজ হবে ন্যায়বিচার ও অধিকার রক্ষার সংগ্রাম। মেজর জিয়াউল হকের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, যদি ন্যায় বিচার হারিয়ে যায়, তবে মানুষের নিরাপত্তা ও অধিকার দুটোই বিপন্ন হবে।
আমরা নীরব থাকব না ইনশাআল্লাহ।
স্বাক্ষরিত,
‘মেজর জিয়াউল হক মুক্তি পরিষদ’ এর প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ।
—————————————-
প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের তালিকা (বয়স বা র্যাংক এর ক্রমানুসারে সাজানো নয়)
১। লেখক ও এক্টিভিষ্ট ডা. পিনাকী ভট্টাচার্য facebook.com/PinakiRightsActivist
২। লে. কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান facebook.com/profile.php?id=1831363463
৩। মেজর (অব.) সুমন আহমেদ, নিউইয়র্ক
৪। প্রকাশক আহমেদ রফিক facebook.com/ahmedrafique99
৫। জনাব ফারুক হাসান, রাজনীতিবিদ facebook.com/bablu.hasan.37604303
৬। চলচ্চিত্রকার খিজির হায়াত খান facebook.com/khijir.hayat.khan.2025
৭। ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন facebook.com/sarwar.hossain.92560
৮। কবি সুফি চৌধুরী facebook.com/sufi.chowdhury.18
৯। মেজর (অব.) আহসান এলাহি facebook.com/ahsan.ilahee
১০। জনাব মাসরুর আনোয়ার চৌধুরী (VOED) facebook.com/masrurchy786
১১। মেজর (অব.) রাজাউল করিম সুমন facebook.com/rezaul.karim333
১২। সার্জেন্ট (অব.) মীর জাহান facebook.com/meerzahan
১৩। প্রফেসর প্রিম রিজভী facebook.com/prim.rizvi
১৪। জনাব ডিউক হুদা facebook.com/duke.huda
১৫। মিসেস তাসনুভা মাহা facebook.com/tas.m.303
১৬। প্রকাশক বায়জিদ মাহমুদ ফয়সল facebook.com/bayjid.mahmud.foysol.2024
১৭। জনাব সৈয়দ ইরমানুল হক facebook.com/syed.haque.188
১৮। জনাব তপন চৌধুরী, লন্ডন facebook.com/tapana.caudhuri.85543
১৯। জনাব মিনহাজুল আবেদীন শরীফ facebook.com/MinhajulAbedinSharif
২০। জনাব সৈয়দ জাফর
২১। সাংবাদিক মকসুম তরফদার, কানাডা facebook.com/moksum.tarafder
২২। জনাব মইদুল ইসলাম চৌধুরী
২৩। জনাব মোহাম্মদ কাশেম আলী, লন্ডন
২৪। মিসেস সৈয়দা তাহেরা সুলতানা হক, ঢাকা
২৫। মিসেস মাহসীনা মমতাজ মারিয়া, ঢাকা facebook.com/mahsina.maria
২৬। মিসেস জাহানারা বেগম, ঢাকা
২৭। সাংবাদিক অলিউল্লাহ নোমান facebook.com/profile.php?id=100075483979350
২৮। লে. কর্ণেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী facebook.com/mohammad.chowdhury.73113
২৯। মেজর (অব.) মুজাহিদ মনির facebook.com/smmuzahid.monir
৩০। লে. কর্ণেল. (অব.) ফেরদৌস আজিজ facebook.com/profile.php?id=61577915790120
৩১। সার্জেন্ট (অব.) সাব্বির আনসারী facebook.com/sabbir.ansary.5
৩২। জনাব মো. মোতাহার হোসেন facebook.com/muhammadmotahar.hossain
৩৩। জনাব গোলাম কিবরিয়া facebook.com/gulam.kibriya.753394
৩৪। এড. আয়াতুল্লাহ খোমেনী সরকার
৩৫। প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া facebook.com/shoaib.dcdu
৩৬। ড. আলম তারেক facebook.com/alam.tareque.2024
৩৭। ক্যাপ্টেন (অব.) শেখ শামস্ জুবায়ের facebook.com/SheikhShamsZubair
৩৮। স্কোয়াড্রন লিডার (অব.) ওয়াহিদুন্নবী facebook.com/wahid.u.nabi.1
৩৯। মেজর (অব.) রেজাউল করিম facebook.com/reza.u.karim.7
৪০। মেজর (অব.) রাইয়ান আজাদ facebook.com/raiyan.azadcfc
৪১। জনাব গিয়াস আহমেদ facebook.com/giash.ahmed.585
৪২। জনাব ওমর হারুন চৌধুরী facebook.com/omar.harun.choudhury
৪৩। ড. কামরুল আহসান facebook.com/capt.kamrul
৪৪। মেজর (অব.) রেজাউল হান্নান শাহিন facebook.com/rezaul.hannan.9
৪৫। জনাব সৈয়দ জাকির হোসেইন
৪৬। জনাব ফুয়াদ আহমদ কবিরী facebook.com/fuad.kabiri
৪৭। মেজর (অব.) সাইফুল পাশা facebook.com/saiful.pasha
৪৮। জনাব শামস ওয়াহিদ চৌধুরী, যুক্তরাষ্ট্র
৪৯। জনাব মোহাম্মদ এম মোর্শেদ
৫০। জনাব কাজী জিয়াউল ইসলাম facebook.com/kazi.z.islam.7
৫১। জনাব জিয়াউল হক facebook.com/shohash1979
৫২। লে. (বরখাস্ত) ইনতিসার facebook.com/LoneAdventureIsMeYay
৫৩। মেজর (অব.) ডেল এইচ খান facebook.com/delhkhan2
৫৪। মেজর (অব.) জামাল হায়দার facebook.com/jhaider72
৫৫। মুফতি হারুন ইজহার
৫৬। লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ facebook.com/ali.ahmad.syed.2025
৫৭। মেজর (অব.) আলী আশফাক শামী facebook.com/ashfaq.shami
৫৮। জনাব পাভেল আহমেদ
৫৯। লে. কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান facebook.com/moshi.zaman
৬০। ব্রিগে. জেনারেল (অব.) জিয়া হাসান facebook.com/zia.hasan.5667
৬১। ব্রিগে. জেনারেল (অব.) হাসান নাসির facebook.com/mohammad.hasan.nasir.2024