বাংলাদেশ
বিএনপির সব দল মিলে গুম ৩৭%, শুধু শিবিরেরই ৩১%, জামায়াতসহ ৫৬%

ছাত্রদল, যুবদল, উলামা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, জাতীয়তাবাদী দল — সব মিলিয়ে গুমের পরিমাণ ৩৭%।
একটি একক ছাত্রসংগঠন, ছাত্রশিবির থেকে গুমের পরিমাণ ৩১% (জামায়াতসহ ধরলে ৫৬%)।
একটি মজলুম সংগঠনকে শুধুমাত্র নিজের রাজনৈতিক লাভ আর রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য জালিম সাজানোর চেষ্টা করবেন না। হাসিনা পালিয়েছে মাত্র দেড় বছর হয়েছে; সবার স্মৃতি এখনো সতেজ।