প্রবাস

নাজিব রাজাকের মুক্তি দাবিতে সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুক্তিকে ঘিরে রাজনৈতিক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়ানএমডিবি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কারাগারে বন্দী নাজিবকে সমর্থন জানিয়ে একটি সমাবেশের আহ্বান করা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে আরও চাপের মুখে ফেলেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ” ইস্তানা নেগারা (প্রাসাদ) থেকে দেওয়া নির্দেশনা পড়তে হবে, বুঝতে হবে এবং মেনে নিতে হবে।” তিনি সকল পক্ষকে সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

শুক্রবার দি সান ডেইলির খবরে বলা হয়, জাতীয় প্রাসাদও এক বিবৃতিতে জানিয়েছে যে, ক্ষমা, শাস্তি স্থগিত বা লাঘব করার একমাত্র অধিকার বর্তমান রাজা সুলতান ইব্রাহিমের। ক্ষমা বোর্ডের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৮ সালের ওয়ান এমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে নাজিব রাজাক ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানার শাস্তি পান। পরে তার সাজা অর্ধেকে কমিয়ে জরিমানা ৫০ মিলিয়ন রিঙ্গিতে নামিয়ে আনা হয়।

এ দিকে নাজিব দাবি করেছেন, সাবেক রাজা সুলতান আবদুল্লাহ তাকে বাকী সাজা গৃহবন্দি হিসেবে কাটানোর অনুমতি দিয়েছিলেন। তবে কুয়ালালামপুর উচ্চ আদালত এই দাবিকে “গুজব” আখ্যা দিয়ে খারিজ করেছে। এখন নাজিব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।

নাজিবের সমর্থনে উম্নো এবং প্রধান বিরোধী দল পাস একত্রিত হয়ে সোমবার আদালতের বাইরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বিরোধী নেতা লিম গুয়ান ইং সমাবেশের নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।”

পাস নেতারা এই সমাবেশকে সরকারবিরোধী আন্দোলনের অংশ বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, ২০২৬ সালের সাধারণ নির্বাচনের আগেই আনোয়ারের সরকারকে সরিয়ে দিতে হবে।

মালয়েশিয়ার রাজনীতিতে এই সমাবেশ এবং ক্ষমা ইস্যু আরও উত্তেজনা তৈরি করেছে। এটি সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button