মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় কর্মরত এক বাংলাদেশি শ্রমিক মোস্তফা ভূঁইয়ার মৃত্যুর পর এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছায়াগাঁও গ্রামের এই প্রবাসী ভাই গতকাল সেলাঙ্গর রাজ্যের কেলাং এলাকায় মৃত্যুবরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কামরুল হাসান সজীব ও মনির মিজি নামীয় ফেসবুকের সূত্রে জানা গেছে, মোস্তফা ভুঁইয়া অবৈধ অভিবাসন পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। মৃত্যুর পর তার রুমমেটরা তার মরদেহ ও একটি ব্যাগসহ কেলাংয়ের একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ অমানবিক ঘটনার খবরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট সকলকে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বিশেষভাবে কেলাং এবং এর আশপাশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে- মরদেহের সৎকার এবং পরিবারের সঙ্গে যোগাযোগে সহযোগিতা করার জন্য। কেউ যদি মোস্তফা ভূঁইয়ার পরিবার বা আত্মীয়স্বজনকে চিনে থাকেন, তাহলে দয়া করে অবিলম্বে তাদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে।
এ ধরনের ঘটনা প্রমাণ করে, প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জ ও সংকটে একে অপরের পাশে দাঁড়ানো কতটা জরুরি। মানবিকতা ও সহমর্মিতাই প্রবাসীদের প্রকৃত শক্তি-এটি যেন আবারও মনে করিয়ে দিল মোস্তফা ভূঁইয়ার করুণ বিদায়।
Source: প্রবাস বার্তা