Bd বাংলাদেশ

‘১৭ বছর তিনি ভিডিও কলে দল চালিয়েছেন’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, “মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে দেশে একজন নব্য মুফতি এসেছেন। এখন তিনি সারা দেশ ঘুরে ঘুরে ফতোয়া দিচ্ছেন।”এ মন্তব্য তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনীতে জাগপা ও জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় করেন।রাশেদ প্রধান আরও বলেন, “মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে ফিরে ১৭ বছর পালিয়ে থাকা একজন এখন বলছেন, তিনি প্লেনে করে পালাবেন না, দেশেই থাকবেন। অথচ এই ১৭ বছরে তিনি ভিডিও কল, স্কাইপ ও জুমে মিটিং করেছেন। তখন তিনি ঠিক কোন স্থানে ছিলেন, তার জবাব আগে দিতে হবে। মিথ্যা অহংকার করবেন না।”বিএনপির সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, “ফেনীর কৃতী সন্তান খালেদা জিয়ার আদর্শের বিএনপি এখন আর নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপিও নেই। এখন যে বিএনপি দেখা যায়, তা এক নব্য স্বৈরাচারী, চাঁদাবাজ ও জালেমদের দলে পরিণত হয়েছে।”জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Leave a Reply

Back to top button