পরিস্থিতি শান্ত হওয়ায় বহিষ্কৃত অপরাধী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কৃত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে পুনরায় দলে ফিরিয়েছে বিএনপি। একই সঙ্গে তাকে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে. এম. সলিম উল্যা সেলিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় বিএনপি আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে এবং তাকে পূর্বের পদে বহাল করার নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনার আলোকে তাকে পুনরায় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলে ফেরার প্রতিক্রিয়ায় মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদল ও যুবদলের রাজনীতি পেরিয়ে তিনি বিএনপিতে সক্রিয় রয়েছেন এবং দলের আদর্শে অটল আস্থা রাখেন। তার ভাষায়, বিএনপি তার রক্তে মিশে আছে এবং তিনি আজীবন দলের সঙ্গেই থাকবেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার
আগামী দিনে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আনোয়ার হোসেন ভূঁইয়া।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই রাতে বিএনপির এক বিজ্ঞপ্তির মাধ্যমে মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সময় একই ধরনের অভিযোগে বিএনপির আরও দুই নেতাকেও বহিষ্কার করা হয়।
এ সময় তার বিরুদ্ধে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা দায়েরের তথ্যও সামনে আসে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা আব্দুল মান্নান লস্কর বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজি মামলার আসামি বলে জানা গেছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

