মোহনগঞ্জে ইসলামী আন্দোলনের সেক্রেটারিসহ ১০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নেত্রকোনার মোহনগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ জোনায়েদ আহমেদসহ ১০০ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টায় মোহনগঞ্জ জামায়াতের উপজেলা কার্যালয়ে নেত্রকোনা জেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, নেত্রকোনা-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার ও মোহনগঞ্জ উপজেলা সভাপতি কাজী মোফাজ্জল হোসেন সবুজের বরাবর আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।
এ সময় ইসলামী আন্দোলনের সেক্রেটারিসহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন জামায়াতে ইসলামী।
যোগদানকারী হলেন উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাইল, মাঘান সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ উসমানগণী, উপজেলা সদস্য পলাশ মিয়া, মিজানুর রহমান, হাফেজ মো: শিবলী, আনোয়ার হোসেন, মো: সুলান মিয়া, আবুল কাসেম, রবিউল ইসলাম, তামজিদ হোসেন, মোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, শিব্বির তালুকদার, তুহিন মিয়া, মোহাম্মদ আবদুল্লাহ, আওলাদ হোসেন প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা জামায়াতের নায়বে আমির এ টি এম হামিদ উল্লাহ তালুকদার ও সেক্রেটারি জায়েদ হাসানসহ অন্য নেতারা।
যোগদান শেষে অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, ‘সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের সাথে নিয়ে একসাথে কাজ করবো। ইসলামী আন্দোলনের সেক্রেটারিসহ নেতারা যোগ দেয়ায় মোহনগঞ্জ জামায়াতের কার্যক্রম আরো গতিশীল হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবাই একসাথে দাঁড়িপাল্লায় ভোট চাইবেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করতে সবাইকে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।’
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailynayadiganta.com

