১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
<p></p>
<p><strong>১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী। আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।</strong></p>
<p>বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।</p>
<p>মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরো বেশি ত্বরান্বিত করবে।’</p>
<p>একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সবার কথা বলার সুযোগ রয়েছে।</p>
<p>তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি। আর জামায়াতে ইসলামী কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।’</p>
<p>এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>
<p> </p>
<p><em>বার্তা বাজার/এমএমএইচ</em></p>
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

