Bd বাংলাদেশ

জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

<p></p>

<p><strong>আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের আগের ইতিহাসের চেয়ে সবচেয়ে ভালো ফলাফল করবে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কূটনীতিক।</strong></p>

<p>সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, গত ১ ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুটিন আনঅফিসিয়াল বৈঠক করেন এ কূটনীতিক। তখন তিনি বলেন, “এবারের নির্বাচনে জামায়াত আগে যা করেছে তার চেয়ে ভালো করবে।”</p>

<p>জামায়াত নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এমন সম্ভাবনা থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায় বলেও তিনি জানান। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।”</p>

<p>এছাড়া জামায়াতে ইসলামী জয়ী হলে বাংলাদেশে শরীয়াহ আইন জারি করতে দেওয়া হবে না বলে জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এ কর্মকর্তা। নারী সাংবাদিকদের তিনি বলেন যদি জামায়াত শরীয়াহ কার্যকর করে তাহলে এর পরেরদিনই বাংলাদেশের পোশাক শিল্পের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন তারা।</p>

<p>ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জামায়াত আসন্ন নির্বাচনে ভালো করবে এমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন। তবে তিনি সঙ্গে এও মনে করেন, জামায়াত এত আসন পাবে না যেখানে তাদের সঙ্গে বিএনপির জাতীয় সরকার গঠন করতে হবে।</p>

<p>সূত্র: ওয়াশিংটন পোস্ট</p>

<p> </p>

<p><em>বার্তা বাজার/এস এইচ </em></p>

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button