Bd বাংলাদেশ

শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু বিএনপি নেতার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভেতরে প্রবেশের অনুমতি না পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেখ মুজিবুর রহমানের কবরের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে। সেখান থেকেই তিনি তার নির্বাচনি প্রতীক ফুটবল মার্কা নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।

ড. হাবিবুর রহমান গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। প্রার্থিতা প্রত্যাহার না করায় বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপি থেকে তাকে বহিস্কার করা হয়।

শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর স্বতন্ত্র প্রার্থী এ্যাড. হাবিবুর রহমান হাবিব টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও প্রচার চালান। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান এবং নিজের রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ্যাড. হাবিবুর রহমান হাবিব বলেন, “গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনের মাটিতেই শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”। এই মহামানবের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই আমি আমার নির্বাচনি প্রচার শুরু করেছি।

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় তার সমাধিসৌধের ভেতরে প্রবেশ করে কবর জিয়ারত করতে পারিনি। তাই বাধ্য হয়ে গেটের বাইরে দাঁড়িয়েই কবর জিয়ারত করেছি।”

তিনি বলেন, আমি এলাকার মানুষের জন্য রাজনীতি করতে চাই, তাদের কল্যাণের জন্য কাজ করতে চাই। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Leave a Reply

Back to top button