গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
<p></p>
<p><strong>সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। (বৃহস্পতিবার)২২জানুয়ারী বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।</strong></p>
<p>উপজেলা গণঅধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ নাসিম রাজু, খায়রুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসব নেতাকর্মী যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা।</p>
<p>অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আগত নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে</p>
<p>নৈতিক ও গণমুখী মিল রয়েছে, যা ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ঘটনায় সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।</p>
<p> </p>
<p><em>বার্তা বাজার/এস এইচ </em></p>
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

