Bd বাংলাদেশ

বিএনপিতে যোগ দিয়ে আ. লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী বললেন, ‘চারিদিকে উগ্রবাদের উত্থান হচ্ছে’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ আজ বুধবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় ফ্ল্যাগ ও ফুলের তোড়া হাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন দলের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসনে ১৯৭৩ সালে প্রথম সংসদ ও ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।

তিনি ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, "চারিদিকে উগ্রবাদ যেভাবে উত্থান করছে, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যা সামনে এগিয়ে আসা উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।" তিনি আরও জানান, পাবনা-১ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দল চাইলে নির্বাচনে থাকবেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button