Bd বাংলাদেশ

গণভোটের আইনগত ভিত্তি নেই, বাধ্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি: মেজর (অব.) হাফিজ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি একটি জনগোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "গণভোটে সংবিধান সংশোধন হবে, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এখানে ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের উপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনো এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। বিএনপি প্রথমে এতে রাজি ছিল না। তবে অবস্থার প্রেক্ষিতে আমরা জুলাই সনদে সই করেছি। সুতরাং কিছুটা বাধ্য হয়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে পূর্ণাঙ্গ রূপ দেবে।"

হাফিজ উদ্দিন আরও বলেন, "গণভোটে সব দল একত্রিত হয়ে অংশ নিতে পারে। কোনো কোনো দেশে সংবিধানের নির্দিষ্ট বিষয় পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন হয়, যা নির্বাচিত প্রতিনিধির মধ্যেই সম্ভব। এখানে বিদেশ থেকে এসে, রাজনৈতিকভাবে জনগণের কোনো সেক্রিফাইস ছাড়াই একটি গণভোট চালানো হয়েছে। তাই এর আইনগত কোনো ভিত্তি নেই, তবে নৈতিক ভিত্তি আছে। যেহেতু আমরা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করি, সেহেতু জনগণকে হ্যাঁ ভোট দিতে বলব।"

এসময় লালমোহন মদন মোহন মন্দির কমিটির সভাপতি নিরব কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button