Bd বাংলাদেশ

শামিম ওসমান গ্রেফতার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচন বিষয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

ডিসিকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।

এছাড়া ডিসিরি কাছে ‘মাসিক কালেকশনের’ বিষয়ে জানতে চেয়ে দ্রুত বিকাশে ১ লাখ টাকা পাঠাতে বলা হয়েছিল ওই বার্তায়।

সোমবার রাতে ঢাকার সাভার থেকে মো. শামীম ওসমান নামে ২৯ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, গ্রেপ্তার শামীম একজন ‘পেশাদার প্রতারক’, তার বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানের বরাতে সিআইডি বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় দিয়ে সম্প্রতি রাজশাহীর ডিসি আফিয়া আখতারের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান শামীম।

ওই বার্তায় ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য’ দেখে ‘সন্দেহ’ হওয়ায় বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়। এর ভিত্তিতে সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তায় শামীমকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার শামীম ওসমানের বিরুদ্ধে আগেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Leave a Reply

Back to top button