Bd বাংলাদেশ

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ক্রমবর্ধমান অভিবাসন কঠোর ব্যবস্থার অংশ হিসেবে ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এমন সিদ্ধান্ত নেয়ার খবর দেশটির পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন।

পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট বলেন, এই ৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত থাকবে, যতক্ষণ না পররাষ্ট্র দফতর কল্যাণ ভাতা ও সরকারি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিদেশী নাগরিকদের প্রবেশ ঠেকাতে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে।

তবে ফক্স নিউজ পররাষ্ট্র দফতরের এ-সংক্রান্ত এক নথির বরাতে প্রথমে প্রতিবেদন প্রকাশ করে। এই পদক্ষেপ মার্কিন ভিজিটর ভিসার উপর প্রভাব ফেলবে না, যা ২০২৬ বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের আয়োজক হওয়ার কারণে আলোচনায় ছিল।

পূর্ণাঙ্গ তালিকায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কঙ্গো, কিউবা, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, আইভরি কোস্ট, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

সূত্র : রয়টার্স

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Back to top button