কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ‘থাকতে দেওয়া হবে না’, বিজেপি নেতা শুভেন্দুর হুমকি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোমবার (২০ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকালে শুভেন্দু বলেছেন, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা তাদের (হাইকমিশন) এখানে বসতে দেব না। তাদের এটি তালাবদ্ধ করতে হবে। ২৪ ডিসেম্বর সীমান্তে ১ ঘণ্টা অবরোধ থাকবে এবং ২৬ ডিসেম্বর আমরা আবার এখানে (আবারও) প্রতিবাদ করব।’
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় ২ হাজার বিজেপি কর্মী রাস্তায় বসে স্লোগান দেন। দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন। বিক্ষোভকারীরা এই ঘটনাকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে বর্ণনা করেন।
শুভেন্দু বলেন, বাংলাদেশে ‘এই হামলা যদি না থামে, তবে আগামী ২৬ ডিসেম্বর ১০ হাজার মানুষ নিয়ে আবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভে ফিরব। ২৪ ডিসেম্বর রাজ্যজুড়ে হিন্দু সংগঠনগুলো নির্দিষ্ট সময়ের জন্য রাস্তা অবরোধ করবে।’
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিক্ষোভ চলাকালীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও দাহ করেন করেন আন্দোলনকারীরা।
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

