লাগাতার কর্মসূচিতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করাসহ একাধিক দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে প্লাটফর্মটি। এর আগে দুই দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছিল এটির নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছেন, আমরা আমাদের দুই দফা দাবি জানিয়েছিলাম, কিন্তু সরকার তা মানেনি। বিষয়টিকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল সেভাবে তারা গুরুত্ব দিচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করতে আজ (সোমবার) দুপুর ১২টায় শাহবাগে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। তবে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন থাকায় সেদিন কর্মসূচি স্থগিত থাকবে।
প্লাটফর্মটি নেতাকর্মীরা বলছেন, সরকার তাদের দাবি না মেনে এক অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। ফলে নতুন কর্মসূচি ঘোষণার জন্য আজ সোমবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
রবিবার রাতে এক বার্তায় সাংবাদিকদের এ বিষয়ে জানায় প্লাটফর্মটি। বার্তায় বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা কর্তৃক শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে একজন অতিরিক্ত আইজিপিকে মিডিয়ার মুখোমুখি করার মধ্য দিয়ে পুরো ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং প্রশাসনিক পদক্ষেপের ব্যাপারে আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের বক্তব্যকে প্রত্যাখানের প্রেক্ষিতে আগামীর কর্মসূচী ও দাবি নিয়ে শাহবাগের শহীদ হাদি চত্বরে দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি।
তাদের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ ব্যাপারে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয়নি। অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের ২ দফা:১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অব্দি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।২. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিতকরে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bdtoday.net

