ভারত

‘জনতা উন্নয়ন পার্টি’ নতুন দল ঘোষণা হুমায়নের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নিজের নতুন দলের সূচনা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ন কবির। সাবেক তৃণমূল নেতার নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)।

সোমবার এক জনসভা করে নতুন দলের নাম ঘোষণা করলেন হুমায়ন। এদিন নতুন দলের দলীয় পতাকাও প্রকাশ পেয়েছে। সভায় ভিড় চোখে পড়ার মতো। একইসাথে হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের।

এদিন দলের একগুচ্ছ প্রার্থীর নামও ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক। শুধু মালদহ-মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছেন না হুমায়ুন। বালিগঞ্জ, ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। শিগগিরই ইশতেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : পুবের কলম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Leave a Reply

Back to top button