Bd বাংলাদেশ

মওদুদীর গুষ্টিরা ইসলামের দুশমন, এই বংশদের উপর খোদার লানত পড়বে: বাবুনগরী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মওদুদীর গোষ্ঠীরা কোরআন হাদিস জানেনা। তারা কোরআনের অর্থও জানেনা এই বংশগুলোর যে রকম ইচ্ছা সেরকম ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বই লেখে। আল্লাহর রসূল সত্যের মাপকাঠি নয় মওদুদী বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই নাকি পাপী। এই জাতির সাথে যারা মিলবে তারাই বেইমান হবে। মওদুদীর গুষ্টিরা ইসলামের দুশমন শয়তানের কথা যাহা আছে সব কিছু শুরু করেছে এখন মওদুদীর বংশধররা, মওদুদীর বংশদের উপর খোদার লানত পড়বে।

আবার একজন বলেছে খাদিজা (রা.) নামাজ রোজা করতেন না, এখন একজন বলতেছে রাসুল (স.) ছিলেন সাংবাদিক। এদের মতো বেয়াদব আর আছে? এরা বেইমানের জাত। মওদুদীরা লক্ষ লক্ষ মুসলমানকে ঈমান হারা করতে চায় তাই আলেম ওলামাদের সচেতন থাকতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) দক্ষিনপূর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন ও বার্ষিক মাহফিলে এ কথাগুলো বলেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী।

উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ডঃ আ,ফ,ম খালেদ হোসেন, তিনি বলেন আল্লাহ বেশি দূরে নয়। জনগণকে হত্যার করার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ দিয়েছেন। হাসিনা সরকার, সরকারের ফাণ্ডে রেখে গেছে মাত্র অল্প কিছু টাকা।

তিনি বলেন, দেশ পরিচালনা করতে আলেম-ওলামারা উঠে আসতে হবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের কোনো আলেম-ওলামা পূর্ণ মন্ত্রিত্ব পায়নি। নিজেকে যোগ্য করে আলেম-উলামারা জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button