মদীনার ইসলামে চাঁদাবাজি, দুর্নীতি কোথা থেকে আসলো প্রশ্ন নাসীরউদ্দিন পাটোয়ারীর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নতুন করে তারা আলোচনায় এনেছে- জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম। তাদের ইসলাম মদিনার ইসলাম। মদীনার ইসলামে চাঁদাবাজি, দুর্নীতি কোথা থেকে আসলো? ফ্যাসিজম কোথায় পাইলেন, হাওয়া ভবন কোথা থেকে আসলো? মদিনার ইসলাম তো শান্তির সমাজের কথা বলে। মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চাইলে আগে একটু পড়ে নেবেন, দেখবেন জুলাই সনদের সঙ্গে কিছু মিল পাবেন।
গত রবিবার রাতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এএলএ) আত্মপ্রকাশ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন বলেন, গত ১৫ বছরে লুটেরারা ব্যাংক শেয়ারবাজারের টাকা লুট হয়েছে। এই টাকাগুলো বারিধারাসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি। যে রকম চাঁদাবাজি হয়েছে, আপনাদের মুখে লজ্জা ফুটে উঠে না? সরকারের উচিত ছিল, লুটের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা। অর্থ উপদেষ্টাসহ যারা আছেন, তাদের অনেক আস্থা নিয়ে বসিয়েছিলাম। তারা আমাদের একটা লাড্ডু ধরিয়ে দিয়েছেন। দুইটা আসন নিয়ে এনসিপিকে কেনা যাবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনা না গেলে, উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাব।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, কওমি আলেমদের সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের চলে আসা বিরোধের একটি হল নবীরা নিষ্পাপ এবং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এনসিপি তো এই দুটা মানি তাহলে হেফাজত এনসিপির সঙ্গে আসুক। আমাদের সঙ্গে কেন আসে না? ইসলামের নামে কতগুলো ব্যানার খুলে ইসলামকে বাংলাদেশে অবামাননা করা হয়। আলেমদের এসব বিষয়ে সতর্ক হতে হবে।
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, নতুন করে সমীকরণ সাজাচ্ছে- যেহেতু জামায়াত ওই দিকে ইসলামিক ব্লক গড়ছে, হেফাজতের আলেমদের নিয়ে ঘুরে ঘুরে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন ইসলামের নাম দিয়ে নতুন করে ধানের শীষে ভোট দেয়।
এএলএ আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর যোবায়ের আল মাহমুদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। পরে এনএলএর ৭৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

