মাঠে নামছে ৯০ হাজার সেনা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশাল বাহিনী মাঠে নামছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌসদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে।
শনিবার সন্ধ্যা ৭টায় গণভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বৈঠকে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাস ধরে তিন বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আগামীর নির্বাচনও যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়—সে বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান তারা।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: azadirdak.com

