Bd বাংলাদেশ

তারেক রহমানের প্রতি ফাতিহা আয়াতের খোলা চিঠি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন শিশু, মানবাধিকার ও জলবায়ুকর্মী ফাতিহা আয়াত। সম্প্রতি ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সেখানে তিনি ক্ষমতায় এলে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে টিকে থাকতে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগীভাবে গড়ে তুলতে হবে বলে জানান।  ফাতিহা আয়াত শিক্ষাব্যবস্থা নিয়ে তার এই বক্তব্যের পর খোলা চিঠি লেখেন। চিঠিতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তিনটি মৌলিক বিষয়ে গুরুত্ব দেওয়ার বাদি জানান তিনি।

রবিবার (২৬ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া খোলা চিঠিটি দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো-

‘তারেক রহমানকে কে খোলা চিঠি,

আসসালামু আলাইকুম স্যার, 

আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আপনার সাম্প্রতিক বক্তব্যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠনের যে অঙ্গীকার আপনি করেছেন তা আমার নজরে এসেছে। আপনি বলেছেন, 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button