Bd বাংলাদেশ

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি ‘বাতিলের’ তথ্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার রাতে নিজের ফেইসবুক পেইজে একটি ফটোকার্ড শেয়ার করে এ তথ্য তুলে ধরেন তিনি।

সঙ্গে লেখেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

তবে চুক্তি বাতিলের প্রেক্ষাপট এবং ছাত্র উপদেষ্টার এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আজ এ বিষয়ে আমি কোনো কথা বলব না।”

আসিফ মাহমুদের পোস্ট করা ফটোকার্ডে লেখা হয়, “হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।

সেখানে চুক্তি বা প্রকল্পের নাম, সই হওয়ার সাল এবং সিদ্ধান্তের ধরন তুলে ধরেন স্থানীয় সরকার উপদেষ্টা।

বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পের তালিকায় তিনি রেখেছেন, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি।

‘স্থগিত’ হিসেবে আসিফ মাহমুদের ফটোকার্ডে কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্পের কথা বলা হয়েছে।

এছাড়া আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি ‘পুনর্বিবেচনা’ এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি ‘নবায়ন/পুনর্বিবেচনা’ করার তথ্য দিয়েছেন উপদেষ্টা।

আসিফ মাহমুদের তথ্য বলছে, তিস্তা নদী পানি বণ্টন চুক্তিকে (খসড়া অবস্থায় ছিল) ‘বাস্তবায়নের জন্য আলোচনায়’ রয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bangla.bdnews24.com

Leave a Reply

Back to top button