হাসিনাকে নিয়ে ‘চাঞ্চল্যকর তথ্য’ ফাঁস করলেন এক বীর মুক্তিযোদ্ধা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত না করার চেষ্টা করতে শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা কমান্ডের নবগঠিত অ্যাডহক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যরা।
মাহমুদুল ইসলাম জানু বলেন, “শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দীর্ঘ চেষ্টা করেছেন। জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, তার কথার প্রভাবেই আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। হঠাৎ করে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা করার পেছনে এই রাজনৈতিক দুরভিসন্ধি কাজ করেছে।”
তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধারা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনো প্রতিবাদ বা বিদ্রোহ না করে। এ কারণে ভাতা বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়টি আমি ভালোভাবে জানি, না হলে এত টাকা মুক্তিযোদ্ধাদের দেওয়া হতো না।”
কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: azadirdak.com