‘পৃথিবীর কোথাও এত আর্মি অফিসারের বিরুদ্ধে একসাথে গ্রেফতারী পরোয়ানা জারি হয়নি’
পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন

একটি দেশকে ধংস করতে হলে প্রথমে দুটো কাজ করতে হয়। সাংস্কৃতিক ও মিডিয়া অংগন নিয়ন্ত্রণ করা। ভারত আমাদের দেশে এ দুটোই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে অনেক আগে।
দালাল মিডিয়া কতটা বেশী দালাল-দোসর-গোলাম হয়েছে তা যাচাই করার জন্য বৃহস্পতিবার সকল পত্রিকা কিনলাম। বুধবার ট্রাইব্যুনাল থেকে যে “ঐতিহাসিক গ্রেফতারী পরোয়ানা” জারি হয়েছে তার রিপোর্ট কিভাবে ছাপায় সেটা দেখাই উদ্দেশ্য ছিল।
নি:সন্দেহে, ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত ওয়ারেন্টটি ছিল পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এতগুলো সামরিক অফিসারের বিরুদ্ধে একসাথে গ্রেফতারী পরোয়ানা জারি হয়নি। এছাড়া, ডিজিএফআইয়ের সাবেক ৫ জন ডিজি’র বিরুদ্ধে একসাথে গ্রেফতারী পরোয়ানাও নজিরবিহীন, কেননা একটি দেশের সবচেয়ে বেশী শক্তিশালী গোয়েন্দা বাহিনীর পাচজন প্রাক্তন প্রধান এর একসাথে বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির কোন নজিরও নেই।
সকল বিবেচনায় এই খবরটি সকল পত্রিকারই ব্যানার/মেইন হেডিং হওয়া উচিৎ ছিল। অথচ, মাত্র দুটি পত্রিকা এমনটি করেছে। বাকিগুলোর ২/১টা কম গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায় ছেপেছে। অধিকাংশ পত্রিকাই শেষ পৃষ্ঠায় ছেপেছে। তার মধ্যে কয়েকটি গুরুত্বহীনভাবে। বেশীরভাগ পত্রিকাই এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা প্রসংগে হেডিং এ কিছুই লিখেনি।
কতটা দালাল-দোসর হলে এতবড় গুরুত্বপূর্ণ একটা খবরকে তারা এভাবে ট্রিট করতে পারে!
আসুন, আমরা সবাই মিলে এই দালালদের বিরুদ্ধে সোচ্চার হই।
আব্দুল্লাহিল আমান আযমী