প্রবাস

শেখ হাসিনার পরিবারের নামের টিটিসির নাম পরিব‍র্তন

ডেস্ক রিপোর্ট:
শেখ হাসিনার পরিবারের নামের টিটিসির নাম পরিব‍র্তন

স্টাফ রুপো‍র্টার, প্রবাস বা‍র্তা

আপডেটের সময় : ৩ ঘন্টা আগে / 12

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান জনশক্তি ক‍‍র্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি  পরিচালিত দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র – টিটিসির নাম পরিব‍‍র্তন করা হয়েছে৤  ছাত্র জনতার অভ্যুত্থানেপতন হওয়া সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার পরিবারের নামে ঐ দুটি টিটিসির নাম করা হয়েছিল৤ সম্প্রতি প্রতিষ্ঠান দুটির নাম পরিব‍‍র্তন করা হয়৤

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনে এই দুটি টিটিসির নাম পরিব‍‍‍‍র্তন করে মন্ত্রণালয়৤ পরে বিএমইটি সেই আদেশ বাস্তবায়ন করে নাম পরিব‍‍র্তন করে৤  ঢাকার দারুস সালাম মোড়ে অবস্থিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র নাম পরিব‍‍র্তন করা হয়েছে৤ নতুন নাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- (টিটিসি) রাখা হয়েছে৤ অন্যটি গোপালগঞ্জের টুংগীপাড়ায়৤ যেটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র৤  নতুন নাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টুংগীপাড়া৤

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি প্রতিষ্ঠা করা হয়৤ বিদেশ যাওয়ার আগে ক‍‍‍‍র্মীদের প্রশিক্ষণ ও প্রি ডিপা‍‍র্চার অরিয়েন্টেশন বা পিডিও করা হয় টিটিসিতে৤ সারাদেশের জেলা ও উপজেলা প‍‍র্যায়ে মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে৤ 

সর্বশেষ আপডেট

জনপ্রিয় পোস্ট

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button