Bd বাংলাদেশ

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ আইনি লড়াই ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪ বছর পর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।

২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ‘চশমা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মাওলানা সাইয়েদ আহমদ। প্রাথমিক ফলাফলে তিনি বিজয়ী হলেও উপজেলা পর্যায়ে ফলাফল পরিবর্তন করে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. সামছুল আলমকে মাত্র ১১ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। ভুক্তভোগী প্রার্থীর অভিযোগ, পেশিশক্তির মাধ্যমে জনরায় পাল্টে দেওয়া হয়েছিল।

ফলাফল কারচুপির বিরুদ্ধে সাইয়েদ আহমদ আদালতের শরনাপন্ন হন। সাড়ে তিন বছরব্যাপী আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ২৪ মে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান রায় দেন। আদালত ঘোষণা করেন, সাইয়েদ আহমদ প্রকৃতপক্ষে ৪৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। বিবাদী পক্ষ গত ১০ ডিসেম্বর এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও উচ্চতর আদালত পূর্বের রায় বহাল রাখেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহমদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে আজ সত্যের জয় হয়েছে। যে মামলা ছয় মাসে শেষ হওয়ার কথা ছিল, তা শেষ হতে চার বছর লেগে গেল। এতে আমার ইউনিয়নের ভোটাররা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপপরিচালক (স্থানীয় সরকার) ফেরদৌসী বেগম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button