প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৪ হোতা গ্রেফতার, উদ্ধার ১১ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:
মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। উদ্ধার করা হয়েছে চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকেও। যাদেরকে পাচার করার প্রস্তুতি চলছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চক্রের হোতা ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের সবার বয়স ৩৫ থেকে ৩৮ বছর।

গ্রেফতার পুরুষ ৩ জনের বিরুদ্ধে মানবপাচার ও অবৈধ অভিবাসন আইন, ২০০৭-এর ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। আর আটক নারীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) অনুযায়ী আরোও তদন্ত করা হচ্ছে।

চক্রের কবল থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধারের পাশাপাশি ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ মার্কিন ডলার এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। উদ্ধার ১১ বাংলাদেশির বয়স ৩০ থেকে ৩৮ বছর বলে জানানো হয়।

বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, চক্রটি কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনতে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করত।

বিবৃতিতে আরও বলা হয়, চক্রটি পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button