প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে চুক্তি

ডেস্ক রিপোর্ট:
জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান সনি, প্যানাসনিক, এবং ডাইকিনের প্লাস্টিক উপাদান সরবরাহকারী প্রতিষ্ঠান কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটি ২৫১ জন বাংলাদেশি কর্মীর জন্য প্রায় ৩০ লাখ রিঙ্গিত পরিশোধ করবে।

একাধিক মাস ধরে চলা আলোচনার পর ১৮ ডিসেম্বর একটি মধ্যস্থতায় এই চুক্তি চূড়ান্ত হয়। মালয়েশিয়ার শ্রম অধিদপ্তর (জেটিকেএসএম)-এর একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে পুরো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মধ্যস্থতায় মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (এমটিইউসি) প্রতিনিধি মি. এথায়াকুমার শ্রমিকদের পক্ষে এবং কাওগুচির প্রশাসনিক কর্মকর্তা প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধিত্ব করেন। আলোচনার ফলস্বরূপ, উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।
কাওয়াগুচির বিরুদ্ধে শ্রমিকদের বেতন না দেওয়া এবং পাসপোর্ট আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়। গত সেপ্টেম্বর, পোর্ট ক্লাং শ্রম দপ্তরের একটি অভিযান চলাকালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মেলে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নতুন নিয়োগদাতার কাছে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কয়েকটি কোম্পানি এই কর্মীদের নিয়োগে আগ্রহ দেখিয়েছে।

অধিকারকর্মী অ্যান্ডি হল কাওগুচির চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এটিকে “অপর্যাপ্ত এবং প্রতীকী সমাধান” হিসেবে আখ্যা দেন এবং দ্রুত ও সম্পূর্ণ অর্থ প্রদানের নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

উল্লেখ্য, এই চুক্তির অধীনে কর্মীদের প্রথম অর্থ প্রদান ২০২৫ সালের ১৫ জানুয়ারি শুরু হবে এবং সম্পূর্ণ অর্থ ১৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে পরিশোধ করা হবে। শ্রমিকদের পুনর্বাসন এবং বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে পোর্ট ক্লাং শ্রম দপ্তর এবং সেলাঙ্গর রাজ্য শ্রম দপ্তর পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button