প্রবাসমালয়েশিয়া

মালয়েশিযার কোটা ভারুতে ৭ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটা ভারু থেকে ৭ বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। – কেলানটানের ইমিগ্রেশন বিভাগ বুধবার শহরের আশেপাশে অপ কুটিপের মাধ্যমে ১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, এনফোর্সমেন্ট বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৮.৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে একজন মায়ানমার একজন পাকিস্তানি, সাতজন বাংলাদেশি, চারজন ভারতীয় এবং দুইজন শ্রীলঙ্কান নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬ (১) (সি) এর অধীনে অপরাধে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ২১ থেকে ৫৫ বছর বয়সী অভিবাসীদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মোহাম্মদ ইউসুফ খান, জনসাধারণকে বিদেশিদের যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য প্রদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের সুরক্ষার জন্য যে কোনও পক্ষই উদ্যোগী এবং সহায়তাকারী, তাদের বিরুদ্ধে কঠোর এবং আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button