Bd বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাবে তাই আমেরিকা জামায়াতকে চায়!

বিএনপি আমেরিকান ডিপ্লোম্যাটের বক্তব্য ফাঁস করছিলো জামায়াতকে ডাউন করার জন্য। পরে দেখা গেল, এটার উল্টো ইফেক্ট পড়েছে। মানুষের কাছে ছড়িয়ে পড়েছে, আমেরিকা জামায়াতকে চায়, আর তারা মনে করে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাবে। এর ফলে, জামায়াত ক্ষমতায় আসলে পশ্চিমা বিশ্ব মেনে নেবে না বলে যেই ন্যারেটিভ বিএনপি দীর্ঘদিন ধরে ছড়ায়ে আসছিলো, সেইটা তারা নিজেরাই ভেঙে দিছে।

রাজনীতি আসলে আজব এক খেলা। কার পাশা যে কার টেবিলে যাবে, কেউ বলতে পারে না।

-আসিফ মাহমুদ

Back to top button