জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
<p>দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর–১১৫১)। তার বাবার নাম গোলাম কাদের।</p>
<p>শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা কর্মপরিশোধ সদস্য এ কে এম আফজালুল আনামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।</p>
<p>যোগদানকালে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, ‘আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন সংগ্রামী মানুষ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। জীবনের শেষ প্রান্তে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। বাকি যে কদিন বেঁচে আছি, জামায়াতের নিয়ম-কানুন মেনে চলতে চাই। আমার মনে হয়েছে, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের সম্মান করে।’</p>
<p>উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন, ইতিপূর্বেও একাধিক বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের প্রতি সম্মান রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।</p>
<p>এ সময় উপজেলা জামায়াতের নেতা আমিনুল হক, ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

