বাংলাদেশের জনগন ইসলামের দিকে ঝুঁকে পড়েছে, এই বাস্তবতা মেনে নিতে হবেঃ আমেরিকান কূটনীতিক

১লা ডিসেম্বর ২০২৫ বাংলাদেশী নারী সাংবাদিকদের সাথে আমেরিকান কূটনীতিকের বৈঠকে আমেরিকান কূটনীতিক বলেন
– বিপ্লবের পর থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে এবং গার্মেন্টস সেক্টর অসাধারণ পারফর্ম করছে।
– এই অঞ্চলের মানুষজন তাকে জানিয়েছে যে বাংলাদেশের মত বিপ্লব শ্রীলঙ্কায় হলে শ্রীলঙ্কা ধ্বংস হয়ে যেত।
– বাংলাদেশ অনেক কিছুই ঠিকভাবে করেছে।
– অর্থনীতিকে অসাধারণভাবে সামলানো হয়েছে।
– হাসিনার সাজা ছিল পলিটিকাল জিনিয়াস।
– আইসিটি হাসিনার গিল্ট প্রুভ করেছে।
– ছাত্ররা পার্টি ফর্ম করতে ব্যর্থ হওয়ার পর ইউনুস যেভাবে বিএনপিকে সামলিয়েছে, লডনে যেয়ে তারেকের সাথে নেগোশিয়েট করেছে সেটা অসাধারণ ছিল।
– ইউনুস তার স্টেলার রেপুটেশন অক্ষুন্ন রেখেই সব কাজ করেছে।
– ইউনুস আর্মির কাছে মাথানত করে নাই।
– ইউনুস অলিগার্কদের কাছে মাথানত করে নাই।
– ইউনুস রাজনৈতিক দলগুলির কাছে মাথানত করে নাই।
– বাংলাদেশের বিশাল অদৃশ্য সামাজিক শক্তি আছে।
– বাংলাদেশের সমাজ নিজেরাই নিজেদের পরিচালনা করেছে সরকার ছাড়াই।
– উপস্থিত একজনও দেশের মানুষকে প্রাপ্য ক্রেডিট দেয় না। তারা কেউ স্বীকার করে না যে রাজনৈতিক দল বা সরকার নয়, বরং জনগনই সংঘাত এড়িয়ে চলেছে।
– জামাত উদ্ভট কিছু করবে না। উদ্ভট কিছু করলে আমেরিকা ব্যবস্থা নিবে।
– অযথা জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই।
– বাংলাদেশের জনগন ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। এই বাস্তবতা মেনে নিতে হবে।
– আমেরিকা জামাত, হেফাজত, চরমোনাইয়ের সাথে কথা বলবে। সবার সাথেই কথা বলা দরকার।
– উপস্থিত নারী সাংবাদিকদেরও উচিত সবার সাথে কথা বলা। এঙ্গেজমেন্ট না বাড়ালে হবে না।
– ডাকসুতে যারা জিতেছে তাদেরকে টকশোতে ডাকা যেতে পারে তাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানো যেতে পারে।
– জামাত এবার খুবই ভাল ফলাফল করবে। জিতে গেলে তো জিতল- গণরায় মানতে হবে। আর না জিতলে বিএনপির দুর্নীতি বিএনপিকে ধ্বংস করে দিবে।
– বাংলাদেশ পাশ্চাত্যে এক্সপোর্ট করে। পাশ্চাত্যের সরকার উদাসীন হলেও ব্র্যান্ড ও কনজিউমার হিউম্যান রাইটস নিয়ে সচেতন। কাজেই বাংলাদেশের অর্থনীতির জন্য হলেও জামাত খুব উদ্ভট কিছু করতে পারবে না।
সারমর্ম: ইউনুস অসাধারণ। বাংলাদেশের মানুষ অসাধারণ। দেশী এলিটরা বাংলাদেশের মানুষকে প্রাপ্য ক্রেডিট দেয় না (সারাক্ষণ বাঙ্গু বলে)। জামাত নিয়ে দেশী এলিটরা হুদাই বেশি প্যানিক করছে। ওয়েস্টের চেয়েও বেশি ওয়েস্টার্ন দেশী এলিটরা। সমাজের সাথেই ডায়ালগ করতে পরামর্শ দিয়েছে আমেরিকানরা, কিন্তু দেশী এলিটরা চাষাভুষা বাঙ্গুদের সাথে কথা বলবেন কি?
মোহামদ ইশরাক

