Bd বাংলাদেশ

৩০০ ফিট এলাকায় জনসমাগম বাড়ছে, মুখে মুখে ‘লিডার আসছেন’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই কুড়িল বিশ্বরোড থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো এলাকা বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিতে শুরু করেছে।

৩০০ ফিট এলাকা ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিয়েছেন। নেতাকর্মীদের ভাষায়, প্রিয় নেতার দেশে ফেরার এই রাত তাদের কাছে ‘চাঁদরাতের’ মতো আনন্দঘন।

এলাকাজুড়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। সর্বত্রই শোনা যাচ্ছে একটি স্লোগান—‘লিডার আসছেন’। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো ৩০০ ফিট এলাকা যেন এক বিশাল উৎসবকেন্দ্রে পরিণত হয়েছে।

নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে হকারদের খাবার ও পানির পসরা বসাতে দেখা গেছে। কিছুদূর পরপর স্পিকার লাগানো ট্রাক ও বাসে গান বাজছে, যা সমবেত নেতাকর্মীদের আরও উজ্জীবিত করছে।

রাত ৯টার দিকে সংবর্ধনা মঞ্চ এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম। তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুরো এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button